
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
টঙ্গীতে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেকের বাড়ির সামনে এ সভার আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক (সাবেক কাউন্সিলর) শেখ মোঃ আলেকের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহাম্মদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, জয়নাল আবেদিন -ভিপি, সরকার জাবেদ আহাম্মদে সুমন, রাশেদুল ইসলাম কিরন, লিয়াকত আলি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. সুমন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন প্রমুখ। এ সময় সালাউদ্দিন সরকার বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে সামনের দিনে দলকে সুসংগঠিত রাখতে আমাদের সকল বাধা ও ভয়কে অপেক্ষা করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।আগামীদিনে আন্দোলনে বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ও জেল হলে তা দল বুঝবে।

আপনার মূল্যবান মতামত দিন: