
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।।পুজোর মহাসপ্তমীর দিনে চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন ইউনিয়নের পূজো মন্ডপে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এসময় তিনি পটিয়া পৌরসভার বাহুলী মিত্র পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পটিয়ার পৌরসভার ৩নং ওয়ার্ডের রাম কৃষ্ণ মিশন সহ বিভিন্ন পুজো মন্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, আজ রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আমরা অসাম্প্রদায়িক চেতনায় সবাই মিলেমিশে সকল উৎসব পার্বণ উদযাপন করতে পারছি, একসময় বিএনপি জামাত এই দেশে মৌলবাদী গোষ্ঠীর উত্তান ঘটিয়ে বাংলার হাজার বছরে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করতে চেয়েছিল। বিগত ১৩বছরে জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে মৌলবাদী জঙ্গিদের দমন করেছেন বলে আজ বাংলাদেশ অসাম্প্রদায়িক শান্তির দেশ হিসেবে বিশ্বের রোল মডেল।
এ ধারাবাহিতা বজায় রাখতে আগামীদিনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনার আমার নেত্রীর জন্য আর্শিবাদ করবেন, এই দেশের উন্নায়নের জন্য পার্থনা করবেন। বদিউল আলম ১২ অক্টোবর মঙ্গলবার এসব অনুষ্ঠানে বদিউল আলমের পক্ষ থেকে উপহার স্বরুপ প্রায় ১২হাজার মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা দূজা উদযাপন কমিটির নেতা পুলক দা, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ডা.অজয়,পটিয়া উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবনেতা তৌহিদুল আলম জুয়েল, আনোয়ার, ভোলা,আব্দুল ছবুর,দিহান ও পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ।

আপনার মূল্যবান মতামত দিন: