
মনিরামপুর প্রতিনিধি।।
মনিরামপুরের জলাবদ্ধ এলাকায় নৌকায় ওঠার সময় পড়ে গিয়ে যমুনা বাইন (৮৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ৬অক্টবর বুধবার উপজেলার নেবুগাতী গ্রামে ঘটনাটি ঘটে। বৃদ্ধা ওই গ্রামের নিলু বাইনের স্ত্রী। বৃদ্ধার ছেলে চিত্তানন্দ বাইন বলেন, বাড়ির উঠানে ও চারপাশে পানি থাকায় বুধবার দুপুরের দিকে মা বাড়ির পিছনে রাখা নৌকায় চড়ে পাড়ায় যেতে চান। ওইসময় নৌকায় উঠতে গিয়ে পড়ে যান তিনি। চিত্তানন্দ বলেন, তার কিচ্ছুক্ষণ পরে আমরা মাকে মৃত অবস্থায় পেয়েছি। নৌকা থেকে পড়ে যাওয়ার পর মার মাথা পানির নিচে তলিয়ে যায়। হরিদাসকাটি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রনব বিশ্বাস বলেন, নৌকা থেকে পড়ার পর আর উঠতে পারেননি যমুনা বাইন। পানিতে মাথা ডুবে যাওয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে।

আপনার মূল্যবান মতামত দিন: