অভয়নগরে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১ ১৫:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১ ১৫:০৫

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ৩ অক্টোবর (রোববার) দিবাগত আনুমানিক রাত ৩.০০ টার সময় নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের কুদ্দুস মেম্বরের পুত্র সৌদী প্রবাসী মঞ্জুরুল হাসানের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে স্বর্ণালংকার, দামী মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী পাপড়ি বেগম জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাতদল বাড়ির রান্নাঘরের জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে নগদ ৮৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণের অলংকার এবং ৫ টি হাত ঘড়ি নিয়ে যায়। ডাকাতদলের সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। অভয়নগর থানার ও.সি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: