গজারিয়ায় দুর্ভোগের রাস্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১ ১২:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১ ১২:৩১

ছবি সমসাময়িক
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন আলীপুরা বাসষ্ট্যান্ড থেকে ৫৬নং ভিটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার পিচের সরু রাস্তায় বিভিন্ন অংশে ইট-পাথর উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, অটোবাইক ও ভ্যান চালকসহ তিন গ্রামের হাজারো মানুষ। জানা যায়, এলজিডির আওতাধীন আলীপুরা বাসষ্ট্যান্ড থেকে ৫৬নং ভিটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইটের সড়কটি গত ২০১৬ সালে পাকাকরন হয়। দীর্ঘদিন সড়কটি সংস্কারের কাজ না হওয়ায় অন্য দিকে এলাকায় ঘর-বাড়ি তৈরির কাজে মানুষ বড় বড় ট্রাকে করে ইট, পাথর, বালি পরিবহন করায় সড়কটির ক্ষতির মুখে পড়েছে। সড়কটি সংস্কারের ব্যবস্থা না করা হলে অত্র এলাকার জনগণের দূর্ভোগের সীমা থাকবে না বলে জানান স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, আলীপুরা কাউছারের চায়ের দোকানের সামনে, নয়াকান্দি গ্রামের রিপন প্রধান, বাবু মুন্সী, বাদল সরকার ও মিলন ভুইয়ার বাড়ির সামনে সড়কের একপাশ ভেঙে গিয়ে সড়কটি সরু হয়ে গেছে। দুটি অটোরিকশা পাশাপাশি চলাচল করতে পারে না। আবার কোথাও কোথাও গর্ত সৃষ্টি হয়েছে। সামন্য বৃষ্টি পাত হলে গর্তে পানি জমে কাদামাটিতে একাকার। ফলে চরম ভোগান্তিতে এলাকর মানুষ। ভবেরচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন বলেন, রাস্তাটি আমার ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে অনেক মানুষ চলাচল করে। আমার দাবি রাস্তা টি দ্রুত সংস্কার করনের মাধ্যমে এলাকা বাসির কষ্ট যেন দূর হয়। এ বিষয়ে স্থানীয় ২নং ওয়ার্ডের মেম্বার রোকনুজ্জাম শিকদার বলেন, রাস্তাটি অতি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মহাসড়ক স্যযোগ অন্যর পাশে মেঘনা নদীর শাখা নদী। রাস্তাটির অবস্থা খারাপ হওয়ায় এলাকার মা বোনদের অনেক ভোগান্তি শিকার হতে হচ্ছে। এলজিআরডি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি যাহাতে রাস্তা টি দ্রুত সংস্করণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: