
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকে।।
যশোরের মনিরামপুর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে একধাপে কাঁচা মরিচের দাম বেঁড়ে হয়েছে ২০০ টাকা ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ বৃষ্টির কারণে এসকল কাঁচা মালের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। তেমনি ভাবে আজ (রবিবার) বুজতলা বাজার ঘুরে দেখা যায়, বেগুন কেজি প্রতি ৬০-৭০ টাকা, কাঁচাকলা ৩৫-৪০ টাকা, মূলার কেজি ৪৫-৫০ টাকা, ছিম ৯০-১০০ টাকা ঢেঁড়স ৪০-৫০ টাকা, আলু ও শুকনা মরিচের দাম আগের তুলনায় বৃদ্ধি না হলেও বেঁড়েছে এসব মালের দাম। এ সম্পর্কে বুজতলা বাজারের ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, মনিরামপুর পাইকারি ও খুচরা বাজার থেকে কাঁচা মরিচ ক্রয় করেছি ১৮০-১৯০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, ছিম ৮০-৯০ টাকা, মূলা ৩৫-৪০ টাকা, ঢেঁড়স ৩৫-৪০ টাকা, বৃষ্টির কারণে এসকল মালের চাহিদা অনুযায়ী কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে ফলে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছেনা। এ ব্যাপারে বুজতলা বাজারের সবজি ক্রেতা শফিকুল ইসলাম বলেন, গত বুধবার কাঁচা মরিচ ক্রয় করেছি কেজি প্রতি ১৬০ টাকা আজ কেজিতে বেঁড়ে হয়েছে ২০০ টাকা, দুই দিনের মধ্যে কেজিতে বেঁড়েছে ৪০-৫০ টাকা। কাঁচা মরিচের পাশাপাশি দাম বেঁড়েছে সকল সবজির। বৃষ্টির কারণে তেমন আয় না থাকায় বেঁশি দামের সবজি ক্রয় করতে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: