
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকে।।
মনিরামপুরে পানিতে ডুবে তাওহিদ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মাঝ লাউড়ী গ্রামের হাফেজ আব্দুল সবুরের ছেলে। আজ (শনিবার) সন্ধায় তার বাড়ির পাশে থাকা একটি পুকুর থেকে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে। তথ্যসূত্রে জানাযায়, তাওহিদ শারীরিক ভাবে একজন প্রতিবন্ধী সে দুই বছর বয়সে তার নিজ বাড়ির ছাদের উপর থেকে পড়ে মানসিক ভারসাম্য হারায়। পরিবার তাকে চোঁখে চোঁখে রাখলেও তিনি যেখানে সেখানে চলে যায়। তেমনি ভাবে আজ বিকাল থেকে তাওহিদকে বাড়িতে না দেখে তাকে খুঁজতে দিশেহারা হয়ে পড়েন তার পরিবার ও এলাকাবাসী একসময় একটি পুকুরে তার মৃতদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, তাওহিদ একজন মানসিক রুগি সে নিজের অজান্তে যেখানে সেখানে হারিয়ে যেতো তেমনি আজ দূরভাগ্য বসত পানিতে পড়ে যায় পরবর্তী আর উঠতে না পারাই তার অপমৃত্যু হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: