
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আলীপুরা গ্রামে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সাখাওয়াত হোসেন প্রধানের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাছেত সরকার চৌধুরীর বাড়িতে এলাকার নারী ও পুরুষ ভোটারদের সমর্থন ও সহযোগিতা চেয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সভাপতি বাছেদ সরকার চৌধুরী ,প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান, গাজীবুর রহমান, আব্দুল মতিন, আব্দুল হক, হাসান , মোশারফ হোসেন,নারী ভোটারদের মাঝে মোমেনা বেগম প্রমুখ। প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান বক্তব্যকালে এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন চেয়ে ভোটারদের কে জানান এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সন্তান হিসেবে আমার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান আপনাদের সকলের জানা আছে। মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি বিহীন কাজ করার সুযোগ থাকে না। গ্রামবাসীসহ আপনাদের সকলের অনুমতি পেয়ে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত সহ মাদক মুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধ নির্বাচিত হওয়া এবং আপনাদের সকলের সমর্থন ও দোয়া প্রয়োজন।

আপনার মূল্যবান মতামত দিন: