
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে রিপোর্টাস ইউনিট ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার সকাল ১১.০০টার সময় নূরবাগ কাঁচাবাজারে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির যুগ্ম সম্পাদক শেখ মোঃ আবুল বাসারের সঞ্চালনায় সভাপতি কাজী মোস্তাক আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বদরুজ্জামান, সাঃ সম্পাদক দবির উদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, কে.এম আলী, চপল মল্লিক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, হামিম আরাফাত প্রমুখ। সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, কোভিড-১৯ ও ডেঙ্গু জ্বরের বর্তমান পরিস্থিতিসহ সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সংবাদ সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন।

আপনার মূল্যবান মতামত দিন: