
গাজীপুর প্রতিনিধি।।
টঙ্গী সাব - রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির এী-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিশাল ব্যবধানে জয়লাভ করেন মো মুরাদ হোসেন বকুল।সহ সাধারণ সম্পাদক পদে মো হাতেম আলী,সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহিদ হাসান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মো এলামুল হাসান,প্রচার সম্পাদক সোহরাব হোসেন (সাগর) নির্বাহী সদস্য মো আলামিন মিয়া,মো ফারুক হোসেন, মো রুকনুজ্জান নির্বাচিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকাল টঙ্গী বাজার সাব- রেজিষ্ট্রী অফিসের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে নির্বাচন কমিশন অতান্ত উৎস মুখর পরিবেশে ভোট গ্রহণ ও চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন। নব - নির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল বলেন, আজকের এই বিশাল জয় আপনাদের তাই আপনাদের সাথে নিয়ে সংগঠনের কল্যাণে সকলের উন্নয়নে কাজ করে যাব। এ সময় নব - নির্বাচিত সভাপতি কামরুজ্জামান টুটুল বলেন, সংগঠনের উন্নয়নে সকল সদস্যদের নিয়ে কাজ করার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: