মনিরামপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৮

ছবি সমসাময়িক

ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকে।।

যশোরের মনিরামপুর উপজেলায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকায় মনিরামপুর পৌরশহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও বর্ণাট্য র্র্যালি শেষে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চাক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও মনিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মনিরামপুর উপজেলা থেকে নির্বাচিত বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি।
তিনি বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন দেশরক্ষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্মদিন উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে উদ্বোধন করা হয়েছে পৌর শহরের নতুন ল্যামপোস্ট বাংলাদেশ এভাবে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে আরও শক্তিশালী ও উন্নত মানের দেশ হিসাবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, এড বশির আহম্মেদ খান, কাউন্সিলর কামরুজ্জান, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদুজ্জান মুরাদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা।
আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত করে উপজেলা পৌর মেয়র আলহাজ্ব অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: