অভয়নগরে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৬

ছবি সমসাময়িক
  কে.এম আলী।। "পুলিশই জনতা জনতাই পুলিশ" এই স্লোগান কে সামনে রেখে যশোরের অভয়নগরের নওয়াপাড়া হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে হাইওয়ে অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক সালাউদ্দিন সঞ্চালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম শেখ প্রমুখ। এসময় বক্তারা কমিউনিটি ও বিট পুলিশ কিভাবে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহোযোগিতা করবে। কিভাবে সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে কমিউনিটি ও বিট পুলিশ অগ্রণী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোকপাত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: