
ছিদ্দিক আহমদ আতিক।। ২৫ সেপ্টেম্বর শনিবার অপরাহ্ন ৪ ঘটিকায় ৮৫, নয়া পল্টন (মসজিদ গলি) চতুর্থ তলায় রক্তিম সূর্য পত্রিকা কার্যালয় ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর সমন্বয় কমিটি ও স্থায়ী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। সভায় বিগত দিনের কার্যাবলীর উপর সংক্ষিপ্ত আলোচনা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নির্বাচনের উপরে বিশেষ আলোচনা করে এই মর্মে সিদ্ধান্ত হয় যে, বৈশ্বিক মহামারী করোণা কালীন সময়ের পূর্ব প্রস্তুতির কথা বিবেচনা করে নির্দিষ্ট ৬ টি পদে আগামী ৬ নভেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। পদ ৬টি যথাক্রমে ১। সভাপতি ২। মহাসচিব ৩। সাংগঠনিক সম্পাদক ৪। অর্থ সম্পাদক ৫। দপ্তর সম্পাদক ৬। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। মনোনয়নপত্র এর মূল্য- সভাপতি ও মহাসচিব পদের জন্য ২০০০ (দুই হাজার) ও অন্য চার টি পদের জন্য ১০০০ এক হাজার টাকা ধার্য করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার হতে ১২, পুরানা পল্টন, এল মল্লিক কমপ্লেক্স, (সাপ্তাহিক কালের দিগন্ত অফিস) থেকে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফি এর অনুকূলে সংগ্রহ করা যাবে। মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের সর্বশেষ সময়সীমা ২০ অক্টোবর /২০২১ বুধবার বিকাল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর বৃহস্পতিবার এবং নির্বাচনী ফলাফল ৬ নভেম্বর/২০২১ শনিবার নির্বাচন সমাপনান্তে অথবা বিকাল ০৩ ঘটিকায় ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর শুধুমাত্র কাউন্সিলরগণ যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা এন আই ডি কার্ড এর ফটোকপি কাউন্সিলর নাম্বার পত্রিকার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি প্রদান করে নমিনেশন পেপার সংগ্রহ করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদের সদস্য সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মোরশেদ, স্থায়ী পরিষদের সদস্য ও ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ বিনোদন সাংবাদিক ফাউন্ডেশন এর সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, প্রধান সমন্বয়ক সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শামছুল আলম, সমন্বয়ক ও সাবেক প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক আব্দুল বাতেন সরকার, সমন্বয়ক ও তৃণমূল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান মীর মোঃ সিরাজুল ইসলাম, সমন্বয়ক ও তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মো: ফারুক হোসেন, সমন্বয়ক ও সাবেক নির্বাহী সদস্য যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওমর ফারুক,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খন্দকার সাইফুল ইসলাম সজল এবং সদস্য উর্মি রহমান।

আপনার মূল্যবান মতামত দিন: