
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা'র বাবা আলহাজ্ব মো. রিয়াজ উদ্দিন খাঁন (নান্টু মিয়া) আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার বিকাল ৪টার দিকে রাজধানী ঢাকা ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এর ছোট ছেলে মোহাম্মদ আজিম খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছু দিন ধরে তার বাবা ঠান্ডা জ্বরে ভুগছিলেন। পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারই বিকালে সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি আরো জানান, উপজেলার ইমামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করার আগে বাড়ির প্রাঙ্গণে রোববার সকাল ১০ টার দিকে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: