
সমসাময়িক ডেস্ক: যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের সাথে থাকার অভিমত ব্যক্ত করেছেন মণিরামপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ ও সদস্য সচিব সাইদুল ইসলামসহ নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এ অভিমত ব্যক্ত করেন।
এ সময় থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু তার বক্তব্যে বলেন, যুবদলের নতুন সদস্য সচিব সাইদুল ইসলামকে বিএনপির একটি মহল সোস্যাল মিডিয়ার মাধ্যমে নানা প্রশ্ন ছুড়ছেন। তাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, যুব বিষয়ক এ নেতা বলেন এই সাইদুল দীর্ঘদিন ওই নেতাদের সাথে সক্রিয়ভাবে রাজনীতির মাঠে ছিলেন। এখন তাকে নিয়ে কেন এতো প্রশ্ন ? যুবদল আগামীদিন মণিরামপুরবাসীকে সাথে নিয়ে আদর্শের সাথে রাজনীতি করবে। সে ক্ষেত্রে সাংবাদিকদের সাথে নিয়েই আমরা চলতে চাই। মতবিনিময় শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তাদের সাথে ছিলেন যুবদল নেতা আমিনুর রহমান, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আলমগীর সিদ্দিক ও মনিরুল ইসলাম প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: