
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকে।।
মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বুজতলা বাজারের পশ্চিমপাশে পাঁকা রাস্তা কেটে পানি নিষ্কাশনের কারণে চলাচলে ভোগান্তি বেড়ে চলেছে সাধারণ মানুষের।
জানাযায়, একদিনের বৃষ্টির কারণে পুকুরে জমাট-বাঁধা পানি সরাতে কারো সম্মতি না নিয়ে পাকা-রাস্তা কেঁটে দেন আলিসহ তার ছেলে জাকির হোসেন। রাস্তার এমন বেহাল দশায় যানবাহন শ্রমিক ও সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন।
শ্যামকুড় গ্রামের বারিক হোসেন বলেন, আমি জাকিরকে সরকারী রাস্তা কেঁটে পানি নিষ্কাশন করছো কেনো রাস্তার নিছে ছিদ্র করে পাইপের সাহায্য তো পানি সরানো সম্ভব এমন কথা বললে গায়ের জোরে জাকির বলেন চেয়ারম্যান ঘাড়ে করে কালবার্ড দিয়ে যাবে।
একই গ্রামের ইজিবাইক চালক আকরাম হোসেন বলেন, কাল সারাদিন বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হতে পারিনি আজ যখন বের হয়েছি তখন দেখি রাস্তার এমন দশা। গাড়ি পারাপারের কোন ব্যবস্থা না করে পাঁকা-রাস্তা কাঁটায় জ্যাম লেগে আছে রাস্তার দু-পাশে বেঁশ ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের।
৫নং ওয়ার্ডের মেম্বার ডাঃ মোস্তফা কামাল বলেন, কারো অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাঁটা অন্যায় এ বিষয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি।
শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, কারো কথার তোয়াক্কা না করে গায়ের জোরে জাকির হোসেন এমন কাজ করেছেন ফলে ভোগান্তি বেঁড়েছে ওই গ্রামের সাধারণ মানুষের বিষয়টি আমি দেখছি।

আপনার মূল্যবান মতামত দিন: