মনিরামপুরে বসতবাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব : পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১২:২২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১২:২২

ছবি সমসাময়িক
নিজস্ব প্রতিবেদক।। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামে বসতবাড়ির জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। বড় ভাইয়ের অংশ বুঝে না দিয়ে ছোট ভাই ভোগ দখলে রেখে উল্টো বড় ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এ ঘটনায় বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার রাজগঞ্জের ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের গাজীপাড়ার মৃত মোহাম্মদ আলী গাজীর দুই ছেলে ফরিদুল ইসলাম (৫২) ও শহিদুল ইসলাম (৪১)। চাকলা মৌজার আরএস ৯৯১ খতিয়ানের ৬১২২, ৬১২১ দাগে তাদের বসতবাড়ির মোট ৮৭ শতক জমি রয়েছে। এই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। প্রাপ্তসূত্রমতে- ফরিদুল ইসলাম তার পৈত্রিক সূত্রেপ্রাপ্ত জমিতে বসতঘর, রান্নাঘর নির্মাণ, গাছ রোপন করে পুকুরসহ পূর্বপাশ হতে ৪৩.৫০ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। আর বাকি ৪৩.৫০ শতক জমি ফরিদুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলামের দখলে আছে। এব্যাপারে ফরিদুল ইসলাম বলেন- আমার পিতা মোহাম্মদ আলী গাজী ১৯৯০ সালে আমার নামে জমি রেকর্ড করে দেয়। তখন আমার শরিক কিছু বলিনি। ২০১৩ সালে আমার পিতা মারা গেলে জমির সকল কাগজপত্র বের করে দেখি জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে। তখন আমার ছোট ভাই শহিদুল ইসলাম এটা মেনে নিতে পারিনি। আমার ছোট ভাই জোরপূর্বক সেই জমি দখল দেয়ার চেষ্টা করে। তখন আমি বাদী হয়ে মামলা করলে ওই জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। এরপর আদালত থেকে আমার পক্ষে জমি ভোগ দখলের রায় হয়। কিন্তু আমি আজও পর্যন্ত জমি দখল করতে পারছিনা। আমি জমিতে গেলে, আমাকে মারতে ধরতে চলে আসে। কিছুদিন আগে শহিদুল ওই জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছিলো এভাবে আমার জমি শহিদুল দখল করে নেওয়ার পায়তারা করছে। এব্যাপারে আমি বাদী হয়ে (ফরিদুল ইসলাম) রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া ঘটনাস্থলে যেয়ে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং পরিবেশ পরিস্থিতি দেখেছেন। এব্যাপারে এসআই লিটন মিয়া বলেন- আমি দুই পক্ষকেই স্থানীয় ভাবে সালিশে বসাবসি করে বিরোধের বিষয়টি মিমাংসা করে নেওয়ার পরামর্শ দিয়েছি।


আপনার মূল্যবান মতামত দিন: