টঙ্গীতে এসএসসি পরীক্ষার প্রস্তুতি শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪১

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ কোভিড—১৯ অতিমারি চলমান অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ ও নভেম্বর ২০২১এ এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও করণীয় শীর্ষক গর্ভনিং বডি শিক্ষক, অভিভাবক মতবিনিময় সভা গতকাল শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীক ভবনে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সুরুজ্জমান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য এড. মো: শাহজাহান, প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারী, প্রকৌশলী ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, এএসপি ফরিদ উদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, চৌধুরী আশরাফ হোসেন, রতন কুমার ঘোষ, গুলজার হোসেন আকন্দ, আলতাফ হোসেন, সবির হোসেন প্রমুখ। উল্লেখ্য, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জেনারেল শাখায় ৪৫১জন এবং ভোকেশনাল শাখায় ১০৪জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারই ধারাবাহিকতায় ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক, গর্ভনিং বডি অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: