মানবাধিকার শান্তি পদক পেলেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মনিরুজ্জামান মনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ০২:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ০২:২৩

ছবি সমসাময়িক

মনিরামপুর প্রতিনিধি।।

সমাজসেবায় ও করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য যশোরের মণিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মানবাধিকার শান্তি পদক পেয়েছেন। চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি ও বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের পক্ষ থেকে মানবাধিকার শান্তি পদক ২০২০-২০২১ সনদপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় শিশু কল্যান পরিষদে সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি ও বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির অরুন চক্রবর্তী। ডাকযোগে মাধ্যমে মানবাধিকার শান্তি পদক ২০২০-২০২১ সনদপত্র হাতে পেয়েছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।


আপনার মূল্যবান মতামত দিন: