
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।।
চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ আব্দুল মাবুদ প্রকাশ দুদু মিয়া(৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মাবুদ পটিয়া পৌরসদরের ৬নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির মৃত আবুল বশরের পুত্র। মঙ্গলবার রাতে পটিয়া পৌরসদরের দক্ষিণঘাটাস্থ নুরী জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এসআই রিয়াজ নেতৃত্বে একদল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে ১৫ হাজার টাকা মূল্যের ইয়াবা সহ আব্দুল মাবুদকে ৬নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরো একটি মাদকদ্রব্য মামলা রয়েছে। সে চিহ্নিত বড় ইয়াবা ব্যবসায়ী। তিনি আরো জানান, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: