গজারিয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩৫

ছবি সমসাময়িক
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা ছোট ভাই মোঃ হৃদয় সরকারের (২৯) লাঠির আঘাতে বড় ভাই মাসুম সরকারের (৩৫) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর গ্রামে এই ঘটনা ঘটে। তারা ওই গ্রামের খলিলুর রহমান সরকার ছেলে। ঘটনার পর থেকেই ঘাতক ছোট ভাই মোঃ হৃদয় সরকার পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত মাসুম সরকারের স্ত্রী কাকলী বুধবার দুপুরে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: