দৈ‌নিক আ‌লোড়ন খ‌ুলনা বিভাগীয় প্র‌তিনিধি‌দের ভার্চুয়াল সমন্বয় সভা অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১ ১০:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১ ১০:২৭

ছবি সমসাময়িক
স্টাফ রি‌পোর্টার: মঙ্গলবার সকা‌লে ‌দৈ‌নিক আ‌লোড়ন খ‌ুলনা বিভাগীয় প্র‌তিনিধি‌দের ভার্চুয়াল সমন্বয় সভা অনু‌ষ্ঠিত। খুলনা বিভাগীয় ব্যু‌রো প্রধান এজাজ কা‌য়ে‌সের সভাপ‌তি‌ত্বে ও গোলাম মোস্তফার সঞ্চালনায় বিভা‌গের জেলা প্র‌তি‌নি‌ধি‌দের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন যশোর জেলা প্রতিনিধি মোঃ আইয়ুব আলী, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি এম ফরহাদ খান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি নুরুল কাদের, মাগুরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দিন, মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ ওয়াজেদ আলী ও খুলনা ব্যু‌রো অ‌ফি‌সের শামসুল হক আনসারী। উপ‌জেলা প্রতিনিধিদের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন জসিম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, মনিরুজ্জামান মনু, তাপস কুমার বিশ্বাস, সাইদুল ইসলাম প্রবিন, আঃ মালেক গাজী, আসগর হোসেন সাব্বির, তাজাম্মুল হুসাইন, কাজী মাজহারুল ইসলাম ও শরিফুল ইসলাম। সভায় গৃ‌হিত সম‌য়োপ‌যোগী সুপা‌রিশ সমুহ বি‌বেচনার জন্য দৈ‌নিক আ‌লোড়ন সম্পদকমন্ডলীর নিকট প্রেরন করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: