
বিশেষ প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে সুদে টাকা আদায় করতে যুবকের উপর হামলার ঘটনায় থানায় মামলা করায় এখন হুমকির মুখে বাদী পরিবার। জানা যায়, উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দিয়াপাড়ায় গ্রামের মোঃ কুদ্দুস শেখের পুত্র মোঃ ইমন শেখ (২২) একই এলাকার মৃত একিম শেখের পুত্র হযরতের কাছ থেকে সপ্তাহে ৮'শ টাকা সুদ দেবার শর্তে ৪০০০ টাকা নেন। তিন সপ্তাহ সুদ দেবার পর পরবর্তী এক সপ্তাহের সুদের টাকা দিতে দেরি হওয়ায় ২৫ আগস্ট রাত আনুঃ ৮ টার তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হামলা করে তার ডান হাত ভেঙ্গে দেয় এবং তার কাছে থাকা অর্থ-স্বর্ণের চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে, যাহার মামলা নং-০২ তাং ০১/০৯/২০২১ ইং । এ মামলায় অভিযুক্ত আসামী হযরত ও শামীমকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আসামীরা মামলা তুলে নিতে বাদী পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে বলে জানা যায়। হুমকির বিষয়ে মামলার বাদী মোঃ কুদ্দুস শেখ বলেন, আমার ছেলের উপর হামলা করে ক্ষান্ত হয়নি আসামীরা তারা এখন মামলা তুলে নিতে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অন্যথায় আমার ও আমার পরিবারের অন্য সদস্যদের অবস্থা আমার ছেলের থেকে ভয়ানক হবে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি মামলা তদন্ত কর্মকর্তা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়কে অবহিত করে একটি সাধারন ডায়েরি করেছি। এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: