রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৮

ছবি সমসাময়িক
উত্তম চক্রবর্তী, মনিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর- ২০২১) বিকালে রাজগঞ্জ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অত্র কমিটির সভাপতি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে উক্ত সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজেদের পরিচয় দেন এবং মতপ্রকাশ করেন। উল্লেখ্য- দীর্ঘদিন পর গত ১০ আগস্ট-২০২১, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে রাজগঞ্জ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনার মাধ্যমে চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হামিদ সরদারকে সভাপতি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামীলীগ নেতা মোঃ শরিফুল ইসলামকে সাংগঠনিক সস্পাদক করে, ৩ বছর মেয়াদী মোট ৩৬ সদস্য বিশিষ্ট রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটি গঠন করা হয় বলে জানান এ কমিটির সহ-সাধারণ সম্পাদক, ইউপি সদস্য ও ব্যবসায়ী জি.এম মশিউর রহমান।


আপনার মূল্যবান মতামত দিন: