
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আরিফ হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠায়। নিহত আরিফ ফেদাইপুর গ্রামে সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান গাজীর ছেলে। সে পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রি ছিলেন ।
এলাকাবাসী জানায়, উপজেলার পাড়ালা গ্রামের একটি মেয়ের সাথে আরিফের প্রেমের সম্পর্ক ছিলো। শুক্রবার সেই মেয়েটির অন্য ছেলের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে। তারা ধারনা করছে মেয়েটির অন্যত্রে বিবাহ হওয়ার কারণে আরিফ সহ্য করতে না পেরে রাতেই গলাই দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আত্মহত্যার ঘঁনায় যুবকের মা আসমা বেগম বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: