সতীঘাটায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ফুটবল টুর্নামেন্টে রিয়ান স্পোর্টিং ক্লাব বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:১২

ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা (যশোর) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ফুটবল টুর্নামেন্ট -সিজন ৬ এর উদ্যোগে দ্বিতীয় পর্বে খেলায় রিয়ান স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। শুক্রবার বিকালে রামনগর ইউনিয়নে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪ দলীয় এই ফ্রেন্ডস ফ্যামিলী ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় মুখোমুখি হন রিয়ান স্পোর্টিং ক্লাব বনাম কামালপুর টাইটানিক ক্লাব অংশ গ্রহণ করেন। খেলায় রিয়ান স্পোর্টিং ক্লাব ৫ - ২ গোলে কামালপুর টাইটানিক ক্লাব পরাজিত করে রিয়ান স্পোর্টিং ক্লাব জয় লাভ করেন। খেলাটি পরিচালনা করেন, রেফারি আজিজুর রহমান টুকু রাইচ ম্যান আব্দুর রউফ ও গৌরব কুমার পাল। এ উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলম এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আগামি রবিবার ম্যাচে মুখোমুখি হবেন, রাজ সুপার কিং বনাম কামালপুর টাইটানিক ক্লাব অংশ গ্রহণ করবে। খেলায় আয়োযোগ কমিটি নাম আজাদ হোসেন,কামাল হোসেন, সাইফুল ইসলাম, শাহিন, সাইদুর রহমান,অমিত সরদার,মুন্না খান, সাগর প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: