
কে.এম আলীঃ যশোরের অভয়নগরে মোবাইল গেমস্'এ মগ্ন হয়ে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১৩ বছর বয়সী এক কিশোর নিহত ও জোবায়ের হোসেন (২১) নামে এক যুবক আহত হয়েছেন।
জানা গেছে আহত যুবক সাতক্ষীরা জেলার রায়ভদ্রপুর এলাকার আকছের আলীর পুত্র এবং উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকার বাবলুর বাড়ির ভাড়াটিয়া। ৩১ আগস্ট (মঙ্গলবার) সন্ধা ৬.৩০ টায় রাজঘাট মাইল পোষ্ট সংলগ্ন রেলপাটির উপর দিয়ে দুর্ঘটনায় শিকার দু'জন মোবাইল গেমস্ খেলছিল। এসময় চিলেহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনটিতে দু'জন কাটা পড়লে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত কিশোরকে মৃত ঘোষনা করেন এবং জোবায়ের হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার বুলবুল আহম্মেদ বলেন, স্থানীয় জনগন দুর্ঘটনার শিকার দু'জনকে হাসপাতালে নিয়ে যাওযার কারনে বিষয়টি এখন অভয়নগর থানা পুলিশের এখতিয়ার ভুক্ত। এ বিষয়ে অভয়নগর থানা এসআই বণিআমিন বলেন, ঘটনাটি এখন থানা পুলিশের আওতাভুক্ত। আমারা আমাদের অধীনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।

আপনার মূল্যবান মতামত দিন: