
মোঃ মানছুর রহমান (জাহিদ) বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা।।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ৩০ আগস্ট (সোমবার) বিকাল ০৪.৫০ টার সময় মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী গ্রামস্থ চক্রাখালী বাজারে বাংলালিংক টাওয়ারের সামনে খুলনা টু চালনা সড়কের উপর হতে আসামী ১। মোঃ আলী সরদার@সুমন (৩২), পিতা-জাহাঙ্গীর সরদার, সাং-মানিকতলা, (মুন্সীপাড়া, বৌ বাজার), থানা-দৌলতপুর, কেএমপি খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে একটি প্লাষ্টিকের ব্যাগের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে কসটেপ ও খবরের কাগজ দিয়ে মোড়ানো ৫০০ (পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ৩০ আগস্ট (সোমবার) ০৫.০৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।যার নং- ০৯, তারিখ- ৩০/০৮/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)।

আপনার মূল্যবান মতামত দিন: