
মোঃ মানছুর রহমান (জাহিদ), বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা: খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত, এসআই,সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে ২৭ আগস্ট বিকাল ০৪.২০ টার সময় মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন বেজেরডাঙ্গা গ্রামস্থ ৪নং ফুলতলা ইউনিয়নের ভাটপাড়াগামী রোডস্থ জনৈক মাহাবুর বিশ্বাস এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। রাহুল হোসেন (২১), পিতা-মোঃ সোনামিয়া, মাতা-মেহেরুন নেছা, সাং-মাথাভাঙ্গা ৪নং ওয়ার্ড জোড়াতাল গাছেরপাশে, থানা-লবনচরা, ২। মোঃআরিফ মোল্যা (২৫) পিতা-মোঃমিন্টু মোল্যা, মাতা-হালিমা বেগম, সাং-মাথাভাঙ্গা ৪নং ওয়ার্ড, জোড়াতালগাছেরপাশে, থানা-লবনচরা, কেএমপি খুলনা ’দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজতে হতে সর্বমোট ২৫+১৫=৪০(চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৭ আগস্ট বিকাল ০৪.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) তাপস কুমার দত্ত, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।যার নং-১৩, তারিখ- ২৭/০৮/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।

আপনার মূল্যবান মতামত দিন: