
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে বাবা মা ও দুই আপন ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী সহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া যায়। বুধবার সকাল ১১ঘটিকায় আলীপুরা গ্রামে মুজিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মুজিবুর রহমান (৬৮),মুজিবুর রহমানের স্ত্রী আলীমন নেছা,ছেলে হানিফ, জয়নাব আলী, ও হানিফের স্ত্রী শাহিনুর বেগম। আহত মুজিবুর রহমান ও মুজিবুর রহমানের স্ত্রী জানান ছেলে মোশাররফ এবং মোশারফের শ্যালক রিয়াজ, শশুর আশরাফ আলী কথা কাটাকাটির একপর্যায়ে অন্য বাড়ি থেকে এসে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। ছেলে মোশাররফ আমাদের পরিবারের খুটিনাটি বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে সংবাদ দিয়ে তার শশুর ও শ্যালকদের এনে আমাদের উপর একাধিকবার অত্যাচার এবং অপমানিত করেছে । বুধবার ২৫ আগস্ট সকালে মোশারফের নির্মাণাধীন ভবনের শ্রমিক কাজ করা অবস্থায় মোশাররফ ও আমার দুই ছেলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মোশারফ সহ হামলা চালিয়ে আমাদেরকে আহত করেছে। আহত পরিবারের পূর্বপাশের বাড়ি মালিক কাশেম মিয়া প্রত্যক্ষদর্শী দেলোয়ার জানান আহত মজিবুর রহমানের তিন ছেলের মধ্যে মোশারফ শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে তার বাবা-মা ও ভাইদের উপর জোরপূর্বক একাধিকবার আক্রমণ চালিয়েছে। মোশাররফের সংবাদ পেলেই তার শশুর এবং শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের পরিবারের উপর অত্যাচার করে। বিবাদমান বাড়িতে নির্মাণাধীন কাজে নিয়োজিত কাউসার ও শাকিল জানান বাড়ির বাহিরে কি হয়েছে বিষয়টি জানা নাই। কাজ করা অবস্থায় হানিফ, জয়নাব আলী পাশে দাঁড়ানো ছিল। মোশারফের শ্যালক বাড়িতে উপস্থিত হওয়ার পর মারামারি শুরু হয়ে যায়। মোশারফের শশুর আশরাফ আলী জানান আমার ছেলে রিয়াজ বেয়াই মজিবুর রহমানের বাড়িতে আসলে কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে রিয়াজ কে মারধর করার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। মারামারির সময় ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে গজারিয়া থানা এস আই আনিস জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মারামারির ঘটনাটি সত্য।

আপনার মূল্যবান মতামত দিন: