
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার সাব রেজিষ্টার অফিসে নেই শোচাগার,ব্যবস্থা নেই সুপেয় পানি'র।নোংরা পরিবেশ,দূর্ভোগে সেবা গ্রহিতাগণ আর এই মুহুর্তে নেই স্বাস্থ্যবিধির বালাই।
গজারিয়া উপজেলা সাব রেজিষ্টার এর কার্য্যলয় সরেজমিনে ঘুরে দেখা যায়,অত্র অফিস প্রাঙ্গণ জুড়ে ময়লা আবর্জনার স্তুপ,এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিত্যক্ত কাগজ পত্র,সিগারেট এর প্যাকেট, কলার খোসা, এক কথায় নোংরা পরিবেশ।এর মধ্যেই হাজারো মানুষের পদচারণে মুখোরিত এলাকাটিতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই,সামাজিক দূরত্ব তো দূরের কথা অধিকাংশের মুখে মাস্ক পর্যন্ত নেই।সব কিছু ছাপিয়ে যে বিষয়টি অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে তা হল শোচাগার ও সুপেয় পানীয় জলের।প্রতিদিন'ই উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ আসে জমি ক্রয় বিক্রয় করতে।প্রাকৃতিক ডাকে সাড়াদিতে পুরুষ মানুষ আশে পাশের অন্যান্য সরকারী অফিসে চলে যেতে পারলেও বিপাকে পড়ে আগত নারী'রা।আজ প্রত্যন্ত গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী থেকে আগত দলিল গ্রহিতা শাহীনুর বেগম জানান,সাব রেজিষ্টার কার্য্যলয় সংলগ্ন আশে পাশে কোথাও বাথরুম খুঁজে না পাওয়ায় আজ বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁকে।একই অভিযোগ আরো একাধিক নারীর।
হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের ৭০ঊর্ধ্ব আমির হোসেন জানান,সাব রেজিষ্টার এর অফিসে একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল এর ভীষণ দরকার ছিল,এই গরমের মধ্যে দোকান থেকে পানি ক্রয় করে খেতে হয়। এ বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মোঃমমিনুর রহমান জানান, সাব রেজিষ্টার অফিসে একটি বাথরুম রয়েছে তবে তালাবন্ধ থাকে,গ্রাহকের প্রয়োজন হলে খুঁলে দেওয়ার ব্যবস্থা করা হয়।আর স্বাস্থ্য বিধি সংকান্ত বিষয়ে নিজেদের অপগরতার কথা স্বীকার করেন। সার্বিক বিষয়ে উপজেলা সাব রেজিষ্টার আফসানা বেগম বলেন,আমি যোগদান এর পর থেকে স্বাস্থ্য বিধি সংকান্ত বিষয়টি কঠিন ভাবে বাস্তবায়ন করছি।আর শোচাগার, টিউবওয়েল এর বিষয়টি নিয়ে আমি আজ'ই উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী বিষয়গুলো জন গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি সাংবাদিকবৃন্দ কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছি এছাড়াও অন্যান্য বিষয়ে সাব রেজিষ্টার এর কার্য্যলয় যদি এ বিষয়ে আমাদের সহযোগিতা চান,আমরা তা পূরণ করতে শতভাগ প্রস্তুত।

আপনার মূল্যবান মতামত দিন: