রাজগঞ্জে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করলেন চালুয়াহাটি ইউপির যুবলীগের সভাপতি পান্না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ১৪:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ১৪:৪৭

ছবি সমসাময়িক
উত্তম চক্রবর্তী, মণিরামপুর (যশোর): ‘খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু'র পক্ষে থেকে মঙ্গলবার বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফুটবল খেলোয়াড়দের মাঝে বিতরণ করছেন চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আগামী দিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এম.এম ইমরান খান পান্না। এ সময় বিতরণকালে ইমরান খান পান্না বলেন, খেলাধুলা শরীরচর্চা করার একটি উত্তম পন্থা। শরীর সুস্থ থাকলে মন-মানুষিকতাও ভাল থাকে, মন থাকে প্রফুল্ল। তাছাড়া যারা খেলাধুলার সাথে যুক্ত থাকে-তারা কখনো বিপথগামী হতে পারে না। সুতরাং মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: