যশোরের বেনাপোলে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ০৮:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ০৮:১৬

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সাদিপুরে ৫০ পিচ ইয়াবাসহ মোঃ সাজ্জেল হোসেন (২৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ধৃত সাজ্জেল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত খোদা বক্স মোড়লের পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, ২৩ আগস্ট (সোমবার) আসামী নিজ বাসভবনে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে এসআই (নিঃ) তৌফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বেলা ৩.০০ টার সময় তার বাড়ি পৌছালে আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌরে পালানোর চেষ্টা করলে তার বাড়ির উঠান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান আসামী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে, যাহার মামলা নং-২৮, তাং-২৩/০৮/২০২১ ইং ধারা-৩৬ (১) এর ১০(ক)


আপনার মূল্যবান মতামত দিন: