কুয়াদায় সেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১ ১২:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১ ১২:৪১

ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা যশোর প্রতিনিধি: যশোরের কুয়াদায় মনিরামপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহব্বায়ক সন্জয় দাস মৃত্যুবরণ করেছেন। রোববার সকালে উপজেলার কুয়াদা বাজারস্থ স্কুল এন্ড কলেজের পূর্বপাশে জামজামি গ্রামে নিজ বাড়িতে সে বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে মনিরাপুর সরকারি হাসপালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে যশোরের জনতা হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মনিরাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্ধ। এদিকে,এই সেচ্ছাসেবক দলের নেতা সন্জয় দাসের মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। নামপ্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানায়,সে দীর্ঘদিন যাবৎ রেক্টিফাইড স্পীড (এ্যালকোহল) সেবন করতেন। কিছুদিন আগে একই এলাকার দুলাল নামের আরও এক ব্যক্তি মারা যান। তার বিরুদ্ধে ও রেক্টিফাইড স্পীড (এ্যালকোহল) সেবন করতো বলে অভিযোগ উঠেছে। এলাকার একটি চিহ্নিত মাদকব্যবসায়ী চক্র মানবদেহের জন্য ক্ষতিকারক দ্রব্য রেক্টিফাইড স্পীডসহ নেশাজাতীয় মাদকদ্রব্য (এ্যালকোহল) কুয়াদা বাজারস্থ ম্যধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠসহ আশপাশের এলাকায় সুকৌশলে সেবন ও বিক্রি করছে বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এলাকার সচেতনমহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: