গ্রাম ডাক্তারদের মাঝে পালস অক্সিমিটার হস্তান্তর করেন এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২১ ১৬:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২১ ১৬:০০

ছবি সমসাময়িক
সমসাময়িক ডেস্ক: করোনা রোগীদের স্বাস্থ্যসেবার জন্য মণিরামপুরে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নিকট পালস অক্সিমিটার হস্তান্তর করেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে রোববার সিটি প্লাজা অফিস রুমে ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গ্রাম ডাক্তারদের দেওয়ার জন্য সমিতি নেতৃবৃন্দের হাতে এ পালস অক্সিমিটার হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেন মন্টু, সহ-সভাপতি বজলুর রহমান টিক্কা, সাধারণ সম্পাদক ডাক্তার বাবর আলী, সদস্য জহির উদ্দীন, আব্দুল ওহাব, রিপন হোসেন প্রমুখ। এস.এম ইয়াকুব আলী বলেন, সমাজের অসহায় ও হত-দরিদ্রদের জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগে। আমি এসকল মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


আপনার মূল্যবান মতামত দিন: