
মোঃ মানছুর রহমান (জাহিদ), বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা: খুলনা জেলার পাইকগাছা উপজেলায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতে রুস্তম আলী মোড়ল নামে এক যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা প্রদান করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড এলাকায়।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রোববার ভোর ৬টার দিকে গদাইপুর গ্রামের মিজানুর রহমানের পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে স্থানীয় মক্তবে পড়তে যাচ্ছিলো। এ সময় গদাইপুর কাজীপাড়া ক্রসরোড এলাকায় পৌছালে চরমলই গ্রামের আলী আকবার মোড়লের পুত্র রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবক মেয়েটির গতিরোধ করে ও তাকে থামায়। পরে মেয়েটির মুখ চেপে ধরে পাশের বাগানে টেনে হেচড়ে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটির ডাকচিৎকারে মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার পথে মুসল্লীরা চিৎকার শুনে ঘটনা স্থলে এগিয়ে যেয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং রস্তমকে আটক করে গদাইপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেছেন পাইকগাছাাা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

আপনার মূল্যবান মতামত দিন: