
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাত্র সমাজের উদ্যোগে ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফ।
শুক্রবার এ খেলায় কামাল পুর ফুটবল একাদশ বনাম তোলাগোলদার পাড়া ফুটবল একাদশ মুখ মুখি হয়। খেলার প্রথম মার্ধে উভয় দল গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়র্ধে কামালপুর দিপ্ত একটি গোল করে দলকে বিজয়ী করে। খেলায় টগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফ বিশেষ অতিথি বক্তব্য দেন সাবেক ছাত্র লীগ নেতা আলতাফ হোসেন, শ্রমিক নেতা অসীম দত্ত,খেলাটি পরিচালনা করেন, ফরহাদ হোসেন। খেলার শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: