অভয়নগরে পাঁচ বৎসরের শিশুকে ধর্ষণ চেস্টা: অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১ ১৫:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১ ১৫:২৯

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি: অভয়নগরে ৫ বৎসরের ১ম শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তম ঘোষ(৪৫) নামক এক ব্যক্তিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। ধৃত উত্তম নওয়াপাড়া ইন্সটিটিউট এলাকার দীপক ঘোষের পুত্র। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট দুপুরে শিশুটি ইন্সটিটিউট গলির কালী মন্দিরের সামনে খেলা করছিল।
এ সময় লম্পট উত্তম কৌশলে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেস্টা করলে তার চিৎকারে প্রতিবেশীরা তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় ব্যক্তিরা মিমাংসা করতে ব্যর্থ হলে শিশুটির মা ১৭ আগস্ট অভয়নগর থানায় লিখিত অভিযোগ করলে তৎক্ষণাৎ বিষয়টি আমলে নিয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লম্পট উত্তম ঘোষকে গভীর রাতে আটক করে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ কেএম শামীম হাসান বলেন, অভিযোগ পেয়ে রাতেই আসামীকে গ্রেফতার করে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: