
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামেরপটিয়ায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে মৃত্যুদাবি একটি চেক হস্তান্তর করা হয়েছে। ১৭ আগস্ট (মঙ্গলবার) দুপুরেআনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন ওই ইন্স্যুরেন্সের পটিয়া জোনাল অফিসের ইনচার্জ মাওলানা মাহমুদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- চন্দনাইশউপজেলার সাংগঠনিক অফিসের ইনচার্জ মাওলানা নুরুল ইসলাম, শান্তিরহাট সাংগঠনিক অফিসের নুরুল আলম, পটিয়া জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মো.লোকমান গণি রাসেল। গ্রাহক মো. জাকের হোসেনের মৃত্যুতে নমিনী তার স্ত্রী কাউছার আকতারকে ৬ লাখ ৮১ হাজার ২০০ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: