
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর সদরের রামনগর ইউনিয়নের মুড়লী মোড়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রামনগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাসির উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোৎসনা আরা মিলি,সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পদক মাহমুদ হাসান বিপু ও যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম চাকলাদার ফন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন ও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড আসাদ, শাহাজান কবীর শিবলু, সাবেক পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি, রামনগর ছাত্রলীগের মিঠুন, শাহালম। এছাড়াও জেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগনেতৃবৃন্ধসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন,মুফতি মাহমুদুল হাসান। শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: