
ফিরোজ মাহমুদ, রংপুর বিভাগীয় ব্যাুরো প্রধান: শুক্রবার সকাল থেকেই রংপুরসহ আশপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন ভারী বর্ষণ আগামী পাঁচদিন টানা হতে পারে জানিয়েছে আবহাওয়া বিদরা ধারণা করছে।ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। আবহাওয়াবিদরা।
বলেন, শুক্রবার থেকে আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও করা হচ্ছে। তবে উত্তরাঞ্চলের চেয়ে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণে কম হতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলেও জানান তারা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭৩ মিলিমিটার। এছাড়া বদলগাছীতে ৪৭, রাজশাহীতে ৪৪, ডিমলা ও রাঙামাটিতে ৪১, খুলনায় ৩৭, রংপুর ও বরিশালে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: