
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা যশোর) প্রতিনিধি: যশোরের কুয়াদা বাজারে ঝুমুর স্টিল হাউজ কারখানার চোরাইকৃত মালামাল বিক্রিকালে যশোর আর এন রোড় লোহা পট্রিতে ভিডিও ফুটেজে দু’চোর ধরা পড়েছে। বুধবার সন্ধ্যায় কাকন (২১) ও সুমন (১৮) নামে দু’চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে এরা হলো যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত্যু লিটনের ছেলে কাকন ও নব মুসলিম বাদলের ছেলে সুমন।
ঘটনার বিবরণে জানাযায়, সোমবার রাতে কুয়াদা বাজারের ব্যাবসায়ী সাইফুল ইসলামের ঝুমুর স্টিল হাউজ কারখানায় সংঘবদ্ধ চোরচক্র চুরির ঘটনা ঘটায় তারা ঝুমুর স্টিল হাউজ থেকে ১টি জিকসা মেশিন,১টি কাটার মেশিন,২টি ড্রিল মেশিন ও গ্রানড্রিল মেশিন চুরি করেন যার আনুমানিক মুল্য ২৫/৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়া মালামাল ব্যাবসায়ী সাইফুল ইসলাম সন্ধান করতে থাকে। এক পর্যায়ে বুধবার চোরাইকৃত মালামাল যশোর শহরের আর.এন.রোডে ও লোহা পট্টিতে বিক্রিকালে ভিডিও ফুটেজ'র মাধ্যমে দু’জন ধরা পড়ে। ধৃত কাকন ও সুমনকে ধোলাই দিলে তারা স্বীকার করেন, কামরুল মেম্বারের ছেলে সাইমুন (২০) রেজাউল ইসলামের ছেলে বাদল হোসেন (১৯) বাবলু মোল্যার ছেলে রাব্বিসহ (১৮) কয়েকজন জড়িত বলে জানায়। অন্যরা পুলিশের গ্রেফতার এড়াতে আত্নগোপনে রয়েছে বলে জানাযায়,এ ঘটনার সংবাদ পেয়ে যশোর কোতয়ালী মডেল থানার এস আই মাহিদুল ইসলাম, এএস আই হারুন-অর-রশীদসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন। পরে ধৃত কাকন ও সুমনকে তদন্তপূর্বক থানায় নিয়ে যায়।
এ দিকে কুয়াদা ঝুমুর স্টিল হাউজের মালিক সাইফুল ইসলাম'র কাছে জানতে চাইলে তিনি বলেন,কাকন ও সুমন মামলা করেন এবং আটক চোরের স্বীকার উক্তির বাকী চোরচক্র নামে তদন্তপূর্বক আটক ও মামলা হবে বলে জানা যায়। এদিকে কুয়াদা বাজারে দোকানদার চুরির আতংকে ভুগছেন। বাজারে দোকানদাররা এ চুরির ঘটনার বিষয় তদন্ত পূর্বক প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: