১৫ আগষ্ট পালন উপলক্ষে পটিয়া পৌর জাতীয় শ্রমিকলীগের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২১ ০৫:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২১ ০৫:১৩

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টার: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে ১১ আগষ্ট সন্ধায় পটিয়া বাসষ্টেশন দলীয় অস্থায়ী কার্য়লয়ে পৌরভার সকল ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে এক প্রস্তুতি সভা পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজুর পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদুল আলম,সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, হারুনুর রশিদ, অর্থ সম্পাদক এম এ হাসান বাপ্পি, আইন বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ কায়ছার, দপ্তর সম্পাদক মোঃ লিটন, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম, প্রচার সম্পাদক মোঃ রিয়াদ, ধর্ম বিষয় সম্পাদক মোঃ হেলাল,ইকবাল হোসেন নয়ন, যুবলীগ নেতা আকবর হোসেনসহ পটিয়া পৌরসভার সকল ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকসহ পৌরসভার কমিটির শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মাজুসহ নেতৃবৃন্দ বলেন, সরকারের সকল নিয়ম স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পাঁচ শতাধিক মানুষ নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্য়লয়ে খতমে কুরআন ও আলোচনা সভা শেষে গরীব, অসহায় দরিদ্র মানুষের মাঝে কাঙ্গালিভোজের আয়োজন করেছেন। উক্ত সভা সফল করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: