
উত্তম চক্রবর্তী, মনিরামপুর (যশোর): খেলা-ধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করলেনহরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন রানা।
বিতরণকালে আলমগীর হোসেন রানা বলেন, খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। খেলোধুলা করলে যুবকরা বিপথে পরিচালিত হয়না। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে এবং নিজ বাড়িতে অবস্থান করতে বলে। সামাজিক দুরত্ব বজায় রেখে চলা ফেরা করার অনুরোধ জানান তিনি।
এসময় ইউপি সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন হোসেন, ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা মোঃ লোকমান হোসেন, মোঃ মোতালেব হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মিরা উপস্থিত ছিলেন৷

আপনার মূল্যবান মতামত দিন: