বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে দোয়া ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ আগস্ট ২০২১ ১৪:১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২১ ১৪:১৯

ছবি সমসাময়িক
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে মণিরামপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের যথার্থ মূল্যায়ন করছে বলেই নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতার সুবিধা দিচ্ছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন মহিয়সী নারী। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে দেশ ও জাতির জন্য কাজ করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: