যশোরের রামনগর ইউনিয়নে টিকাদান কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২১ ১৪:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট ২০২১ ১৪:৫৫

ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সতীঘাটা রামনগর ইউপিতে সিনোফার্ম / মডার্না (কোভিড - ১৯) ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার। এই সময় উপস্থিত ছিলেন, F P I সুপার ভাইজার ইমরান খান F W V মর্জিনা খাতুন, টিকা প্রদানকারী H A শাহাবুদ্দিন,F W A রিজিয়া খাতুন, রাজিব হোসেন গ্যাভী, F W A রেবেকা বেগম, H A ফিরোজ হোসেন,F W A লতিকা সরকার। মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধ টিকা তিনটি বুথে ৬০০ শত নিবন্ধন কৃত নারী পুরুষের মাঝে এ টিকা প্রদান করা হয়। টিকা প্রদানকালে ৯ জন সেচ্ছাসেবক সার্বক্ষণিক সহযোগিতা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: