জেলা কমিটির সহ-সভাপতি এ কে এম খয়রাত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ আগস্ট ২০২১ ০৯:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ আগস্ট ২০২১ ০৯:২৮

ছবি সমসাময়িক
ডেস্ক II বীর মুক্তিযোদ্ধা এ কে এম খয়রাত হোসেনকে যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনোনীত করায় অভয়নগর মুক্তিযোদ্ধা কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ অভয়নগর শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা এ কে এম খয়রাত হোসেন সার্বিক সাফল্য কামনা করা হয়েছে। বিবৃতি দাতারা হলেন- অভয়নগর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক অধীর কুমার পাড়ে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও জালাল উদ্দিন মোল্লা, ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইনতাজ উদ্দিন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বি এম আঃ রহমান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে বিবৃতি দাতারা হলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভয়নগর উপজেলা শাখার আহ্বায়ক আলাউদ্দিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক রেজাউল মোল্লা, সদস্য সচিব ফ ম আশরাফুজামান বাবু বীর পুত্র হাদিউজ্জামান, বীর পুত্র রাকিব হাসান, যশোর জেলা যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য সহিদুল ইসলাম খাঁন প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: