পটিয়ায় শহীদ বুদ্ধিজীবী শান্তিময় খাস্তগীরের ৫০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১ ১৭:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২১ ১৭:২৫

ছবি সমসাময়িক
পটিয়া +চট্টগ্রাম, প্রতিনিধিঃ-কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ শান্তিময় খাস্তগীরের ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে পটিয়া গৌরব সংসদ । ১৯৭১ সালের ৩১ জুলাই কলেজ প্রাঙ্গণে পাকিস্তানী দালালরা তাঁকে নির্মমভাবে হত্যা করে। এ বছর তাঁর ৫০তম শাহাদাতবার্ষিকী হলেও করোনা মহামারির কারণে সীমিত পরিসরে তাঁকে স্মরণ করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত পটিয়া গৌরব সংসদ এ উপলক্ষে ৩১ জুলাই বিকেল চারটায় পটিয়ার সুচক্রদণ্ডীস্থ খাস্তগীর পাড়ায় শান্তিময় খাস্তগীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় পটিয়ার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ, জেলা খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনর রশিদ ছিদ্দিকী, পটিয়া থিয়েটারের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, জাহেদ উল পাশা আকাশ, আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবদুর রহমান রুবেল, রাজীব দাশ, রুবেল সেন প্রমুখ। সংগঠনসমূহের প্রতিনিধিরা একাত্তরের শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ শান্তিময় খাস্তগীরের জরাজীর্ণ, আবর্জনাপূর্ণ স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। এছাড়া ছাত্র ও পরবর্তিতে শিক্ষক হিসেবে শান্তিময় খাস্তগীরের স্মৃতিধন্য পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে তাঁর প্রতিকৃতি স্থাপনের দাবি জানানো হয়।


আপনার মূল্যবান মতামত দিন: