অভয়নগরে ও.এম.এস’র চাউল-আটা সংকটে হতাশ সাধারণ মানুষের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১ ০৫:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২১ ০৫:০৯

ছবি সমসাময়িক
কে.এম আলী।। সারা দেশের ন্যায় অভয়নগরে ডিলারদের মাধ্যমে ২৫ জুলাই রবিবার থেকে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত ও.এম.এস’র চাউল-আটা বিতরণের ৭ম দিনেও সংকট দেখা গেছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় বৃহৎ জনগোষ্ঠির আর্থিক সহায়তার জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই সপ্তাহ ব্যাপী সারা দেশে ও.এম.এস’র চাল বিতরণ শুরু করেছে। জনপ্রতি ৩০/-(ত্রিশ) টাকা দরে ৫ (পাঁচ) কেজি চাউল ও ১৮/-(আঠারো) টাকা দরে ৫ (পাঁচ) কেজি আটা দেওয়া হচ্ছে। সকাল ৭.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলছে। বিভিন্ন স্থানে প্রতিদিনের বরাদ্দে( চাউল ১৫০০ কেজি, আটা ১০০০ কেজি ) তবে চাহিদা না মেটায় ফিরে যাচ্ছে শত শত লোক। চাউল-আটা না পাওয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মামুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ফজরের নামাজের পরে এসে লাইনে দাড়িয়েছি, কিন্তু লাইন এত দীর্ঘ ছিল যে আমার পর্যন্ত আর টোকেন পৌছেনি। আমার মত শতাধিক ব্যক্তি আজ ফিরে গেছে। এ বিষয়ে ডিলার মোঃ গোলাম জহিরুল হক লিখন সাংবাদিকদের বলেন, দুই সপ্তাহ ব্যাপী চলা এ কর্মসূচীর আজ ৭ম দিনের মত বিতরণ চলছে। আমরা টোকেনের মাধ্যমে ব্যক্তি প্রতি ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা বিতরণ করছি। বরাদ্ধের তুলনায় জনসাধারণের চাপ বেশি থাকায় প্রতিদিন প্রায় তিনশত ব্যক্তিকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।


আপনার মূল্যবান মতামত দিন: