রাজগঞ্জে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা রজব আলী গাজীর ইন্তেকাল; বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২১ ১৯:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১ ১৯:০৫

ছবি সমসাময়িক
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস।। মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা, সমাজসেবক ও প্রবীন ব্যক্তিত্ব রজব আলী গাজী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (২৯ জুলাই- ২০২১) বিকাল সাড়ে ৪টায় তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন। জানাগেছে, মরহুম রজব আলী গাজী বেশ কিছুদিন আগে সকালে হাটার সময় মোটর সাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে আহত হন। পাশাপাশি তিনি বার্ধক্য জনিত রোগেও ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ‍্য আত্মীয়সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৩০ জুলাই- ২০২১) সকাল ৯টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। মরহুমের নামাজে জানাজায় রাজগঞ্জ এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং জানাজা নামাজ পড়ান সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মোঃ সেলিম জাহাঙ্গীর। শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন রাজগঞ্জ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: